• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ডজন গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৮:৫১ পিএম
ডজন গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। লঙ্কানদের বিপক্ষে ১২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক দলে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়। সাফের শিরোপা জয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একের এক পর আক্রমণ সাজাতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই তিন গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪০তম মিনিটে আরেকটি গোল করে বাংলাদেশ। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতীতে যায় তারা। 

দ্বিতীয়ার্ধে নেমেও খেলার ধার বজায় রাখে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে শ্রীলঙ্কার জালে আরও ৮ বার বল পাঠায় আঁখি খাতুনরা। সবমিলিয়ে ১২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

হ্যাট্রিক করেছেন শাহেদা আক্তার রিপা

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদা আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। আর একটি করে গোল করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।

আফিদা খাতুন

আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গ্রুপ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!